বাড়িঘর ভাঙচুর গুজরাটে মুসলিম দোকানপাট,

Total Views : 4
Zoom In Zoom Out Read Later Print

গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক নেতার উসকানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গভীর রাতে মুসলিম মালিকানাধীন দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উগ্র হিন্দুত্ববাদীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী " আই লাভ মুহাম্মদ (স.)" লেখা একটি বার্তা শেয়ার করার পর স্থানীয় ভিএইচপি নেতা হিতেশ ব্যাঙ্কার মুসলিমদেরকে উচিত শিক্ষা দিতে হিন্দুদের প্রতি ‌আহ্বান জানিয় একটি বিদ্বেষমূলক পোস্ট প্রচার করলে এই অস্থিরতা শুরু হয়।



ব্যাঙ্কার পাল্টা পোস্টে লেখেন "আই লাভ মহাদেব"। মুসলিমদের উচিত শিক্ষা দিতে তিনি এই পোস্টটি ভাইরাল করার আহ্বান জানান, যা দ্রুত হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক অনুভূতি উসকে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে লাঠি ও পাথর হাতে সশস্ত্র জনতা রাস্তায় তাণ্ডব চালায়, মুসলিম সম্প্রদায়ের সদস্যের দোকান ও বাড়ির দিকে পাথর ছোড়ে এবং সেগুলোতে আগুন দেয়।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রায় ১০০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উসকানিমূলক পোস্টগুলোর উৎস এবং সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল কিনা তা নির্ধারণের জন্য তদন্ত চলছে। সূত্রঃ মুসলিম মিরর/কেএমসি 

See More

Latest Photos