ঢাকার শাহবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ। সোমবার (২৭ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
জামিন শুনানি ৩ মাস মুলতবি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার
আদালতে রিভার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মো. মোজাক্কের হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরে ব্যারিস্টার মো. মোজাক্কের হোসেন জানান, শাহবাগ থানার এ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিলেন। কিন্তু আরও একটি মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পেতে পারেননি। এর মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আজ এ আবেদনের ওপর শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার রাখা হয়েছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর রোববার রাতে ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় পরে শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ মামলায় আসামি করা হয়েছে ছাত্রলীগ নেত্রী রিভাকে।