বিলুপ্ত ৫ শরিয়াহ ব্যাংক, দায়িত্বে প্রশাসক: গঠিত হচ্ছে 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ স্থগিত; সরকারি উদ্যোগে নতুন ইসলামী ব্যাংক গঠন

সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বিলুপ্ত করে সেগুলোকে একীভূতকরণের মাধ্যমে একটি একক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত করা হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই বড় সিদ্ধান্ত নেওয়া হলো।

যে পাঁচটি ব্যাংককে বিলুপ্ত ঘোষণা করে একীভূত করা হচ্ছে, সেগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তাদের পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করেছে। চিঠিতে জানানো হয়েছে, এখন থেকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে এই ব্যাংকগুলো পরিচালিত হবে।

নতুন ব্যাংক ও মূলধন কাঠামো: এদিকে, আজকের বৈঠকের মাধ্যমে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। এই পাঁচটি ব্যাংককে একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' নামে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর আগে গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ এই নতুন ব্যাংক গঠনের অনুমোদন দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, এবং আমানতকারীদের শেয়ার দেওয়া হবে ১৫ হাজার কোটি টাকা।

বিশাল খেলাপি ঋণ: একীভূত হতে যাওয়া এই পাঁচটি ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে। এর বিপরীতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার মধ্যে ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশই খেলাপি ঋণ।

উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে এই ব্যাংকগুলো তারল্য সংকট, বড় অঙ্কের শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতিতে ভুগছিল। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিলেও ব্যাংকগুলোর অবস্থার উন্নতি হয়নি। বরং তাদের নিট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (NAV) ছিল ঋণাত্মক।

See More

Latest Photos