সরকার কত টাকা খরচ করবে নির্বাচনের প্রচার–প্রচারণায়

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে সরকার প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রচার–প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলা জুড়ে টিভিসি, ভিডিও ডকুমেন্টারি তৈরি এবং এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রথমে দরপত্র ছাড়াই ব্র্যান্ড সলিউশন লিমিটেড নামের প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ দেওয়ার প্রস্তাব আসে। তবে কমিটি এ প্রস্তাব গ্রহণ না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করার সিদ্ধান্ত দেয়।

প্রস্তাবে যুক্তি দেওয়া হয়েছিল যে কাজটি নভেম্বরে শুরু করতে হবে, তাই সময়ের অভাবে উন্মুক্ত দরপত্র সম্ভব নয়। কিন্তু উপদেষ্টা পরিষদ এই যুক্তি মেনে নেয়নি; তারা বলেছে, কাজটি হবে, তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমেই চূড়ান্ত ব্যয় নির্ধারিত হবে।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে ৩ লাখ টন চাল আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র জমা দেওয়ার সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ৪২ দিনের বদলে ১৫ দিন করার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধনী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে ২৫ কোটি টাকায় সরাসরি ক্রয়ের প্রস্তাব উপদেষ্টা কমিটির কাছে উপস্থাপন করেছিল। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি কাজ দেওয়া হবে না; বরং উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই কাজটি দেওয়া হবে। আগের অনলাইন প্রতিবেদনে ভুলভাবে উল্লেখ হয়েছিল যে প্রতিষ্ঠানটি দরপত্র ছাড়াই কাজ পাচ্ছে।

See More

Latest Photos