ইরান মৃত্যুদণ্ড কার্যকর করল ইসরাইলি গুপ্তচরের

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধন এবং ইসরাইলি গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার দাবি করেছে তেহরান কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই দণ্ড কার্যকর করার বিষয়টি সামনে এলো।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মোসাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন। এছাড়া দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রেও তাঁর সংশ্লিষ্টতা ছিল বলে জানানো হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে ওই ব্যক্তির পরিচয় বা মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি 

ইরান বরাবরই তাদের দেশে ইসরাইলি অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনায় তেহরান সরাসরি ইসরাইলকে দায়ী করে আসছে। আজকের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি মূলত ইসরাইলি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে ইরানের একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের গোপন বিচার প্রক্রিয়া ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করলেও ইরান একে তাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করছে। ইসরাইলের পক্ষ থেকে বরাবরের মতোই এই গুপ্তচরবৃত্তির অভিযোগ বা মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।

See More

Latest Photos