ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন মোহাম্মদ রাসেল(৩৫),মোহাম্মদ সাইফুল মিয়া (৪২),মোহাম্মদ দুলাল হোসেন (৩৫),মোহাম্মদ নুর আলম হাওলাদার (৩৫)ও মোহাম্মদ আসাদুল মোল্লা (৩০)।
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের কারাদণ্ড ৫ মাদকসেবীর





আজ মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চরাইল মাঠ এলাকায় জৈনক আজাহারের রিক্সার গ্যারেজে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে ২০১৮ সালের ৩৬(৫) ধারা অনুযায়ী ওই ৫ মাদক সেবীর প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা খ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁইয়া। দণ্ডপ্রাপ্ত মাদক সেবীদের ৪ জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজারে এলাকায় এবং বাকী ১জনের বাড়ি রাজধানী ঢাকার নয়াবাজার এলাকায়।