বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ৪৫ ওভারে খেলা, শুরু সন্ধ‌্যা ৬টায়

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

অবশেষে থামলো বৃষ্টি। বাংলাদেশ সময় ৫.৩০ মিনিটে টস। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। ৫ ওভার কমে খেলা হবে ৪৫ ওভারে। বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডের টস হতে দেরি বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডের টস অনুষ্ঠিত হয়নি যথাসময়ে। চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস না হওয়াতে খেলাও যথাসময়ে শুরু হবে না। এক টুইটে আইরিশ ক্রিকেট বোর্ড বৃষ্টির কথা জানিয়েছে। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেছেন ইতিমধ্যে। এখনো হালকা বৃষ্টি ঝরছে। এর আগে বেরসিক বৃষ্টি আয়ারল্যান্ডের উদ্দেশ্য পূরণ হতে দেয়নি। পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। কেড়ে নিয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন।

ম্যাচ ডে’তে বৃষ্টির শঙ্কা থাকলেও আগের দিন দারুণ এক অনুশীলন সেশন করেছে বাংলাদেশ। ঝলমলে রোদে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল-লিটন দাসরা। প্রথম ওয়ানডেতে দুই ওপেনারই ব্যর্থ হয়েছিলেন। নেটে বেশ খানিকটা সময়ধরে তারা ব্যাটিং অনুশীলন করেন। বিরুপ আবহাওয়ার মধ্যেও ফুরফুরে আছে বাংলাদেশ শিবির।

বাংলাদেশের লক্ষ্য একটাই। জয়। পেসার শরিফুল ইসলাম এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা ছিনিয়ে আনতে পারি।’

বাংলাদেশ শিবির ফুরফুরে থাকলেও আইরিশদের অবস্থান যেন শোকে পাথর। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতে পয়েন্ট হারিয়েছে তারা। বাকি দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপের জন্য খেলতে হবে বাছাইপর্ব। আইরিশরা দ্বিতীয় ম্যাচের আগের দিন কোনো অনুশীলনই করেনি।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে। পয়েন্ট ১৩৫। আইরিশদের বিপক্ষে বাকি দুই ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ইংল্যান্ডের সমান ১৫৫। রানরেটে এগিয়ে থাকলে বাংলাদেশ চলে যাবে ইংল্যান্ডের জায়গায় দ্বিতীয় স্থানে।

See More

Latest Photos