চাবিটি নিয়েছিলেন ৫৬ বছর আগে। তখন চলছিল আরব-ইসরাইল যুদ্ধ। আলাদা আলাদা ফ্রন্টে যুদ্ধ চলছিল তখন। তিনি ছিলেন পূর্ব জেরুসালেম ফ্রন্টে। তীব্র লড়াই হচ্ছিল দুই বাহিনীতে। তার অনেক সহযোদ্ধা সেখানে নিহত হয়। অবস্থা গুরুতর দেখে তিনি পিছু হটেন। ঢুকে পড়েন বাইতুল মাকদিসে। পশ্চিম দিকের দরজা দিয়ে তিনি প্রবেশ করেন। এরপর দরজাটি তালাবদ্ধ করে ফেলেন।
ইসরাইলি সৈন্য চাবি ফেরত দিলেন





এ সময় বাঁ দিকে তাকিয়ে দেখেন, একটি চাবি সংরক্ষণ করে রাখা আছে। এরপর নিশ্চিত হলেন, ওই ফটকেরই চাবি সেটি। তিনি চাবিটি নিয়ে নিলেন। এরপর থেকে তার হেফাজতেই ছিল এই চাবি।