কানাডা-সৌদি ফের কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও নতুন রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হলো কানাডা ও সৌদি আরব। ২০১৮ সালে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়ার পর বুধবার এমন পদক্ষেপ নিল রিয়াদ ও অটোয়া। খবর রয়টার্সের বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানা যায়, গত বছরের নভেম্বরে ব্যাংককে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন সিদ্ধান্ত নেন।

যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

ট্রুডোর সাবেক বৈদেশিক নীতির উপদেষ্টা ও অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোল্যান্ড প্যারিস বলেন, আঞ্চলিক শক্তির দিক থেকে সৌদি আরব গুরুত্বপূর্ণ। দেশটির সঙ্গে যোগাযোগ সচল রাখতে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ করাই যৌক্তিক। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগির হত্যায় সৌদি আরবের নিন্দা জানিয়েছিল কানাডাসহ অন্যান্য পশ্চিমা দেশ। একই বছর রিয়াদে কানাডার দূতাবাস থেকে সৌদি আরবের আটককৃত নারী অধিকারকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন কর্মকর্তারা। এ ঘটনায় অটোয়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়াসহ নতুন বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রিয়াদ।

See More

Latest Photos