প্রথম মুসলিম স্পিকার ইউ টি কাদের কর্নাটক বিধানসভার

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। শুক্রবার কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন।

কর্নাটকের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধায়ক বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন। বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দাঁড় করায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এ পদে নির্বাচিত হন ইউ টি কাদের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তবে এখনই স্পিকারের আসনে বসতে পারবেন না তিনি। ভারতের সংবিধান অনুযায়ী, কর্নাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের।

কর্নাটকের মুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ নতুন স্পিকার ইউ টি কাদের স্বাগত জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় নতুন স্পিকারকে সংসদীয় আইন ও নিয়ম-কানুনের প্রতি একনিষ্ঠ থাকা ও বিধানসভার সদস্যদের অসংসদীয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে কঠোর মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে বিধানসভার সদস্যদের যুক্তিতর্কের মান ক্রমশ কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সিদ্দারমাইয়া।

See More

Latest Photos