চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ১৩ শতকের একটি মসজিদের গম্বুজ ও মিনার ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিএনএন’র। মসজিদটি সংখ্যালঘু হু জাতিগোষ্ঠীর এবং নাজিয়াইং গ্রামে অবস্থিত। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ধর্মকে চীনাকরণের উদ্যোগের অংশ হিসেবে প্রদেশটিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
চীনে মসজিদ ভাঙা নিয়ে মুসলমানদের সংঘর্ষ! পুলিশের সঙ্গে





এ নীতির আওতায় ধর্মীয় বিশ্বাসে বিদেশি প্রভাব মুছে ফেলা হচ্ছে এবং প্রচলিত চীনা সংস্কৃতির আদল দেওয়া হচ্ছে। হু অ্যাক্টিভিস্টরা বলছেন, গত কয়েক বছরে কর্তৃপক্ষ ইসলামী অনেক স্থাপনা অপসারণ করেছে, দেশজুড়ে সহস্রাধিক মসজিদের গম্বুজ ও মিনার ধ্বংস করা হয়েছে। নাজিয়াইং গ্রামের মসজিদটিতে শেষ গম্বুজ ও মিনার রয়েছে।
ইউনানের নাজিয়াইং গ্রামটি ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। মসজিদের গম্বুজ ও মিনার অপসারণের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশ মসজিদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে। এ সময় স্থানীয়রা ক্ষোভে চিৎকার করছে।