প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে আগামী ৪ জুলাই সুপ্রিম কোর্টে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ৪ জুলাই
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের এ পর্যন্ত সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য (১০০ জন) মারা গেছেন। তাদের স্মরণে আগামী ৪ জুলাই সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির আদালত কক্ষে এক ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।