চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর তার সংসদীয় আসন ঢাকা-১৭ এ প্রার্থী হওয়া নিয়ে শোবিজে নানা আলোচনা হচ্ছে। এ আসনে আগামী নির্বাচনে প্রার্র্থী হওয়ার প্রথম ঘোষণা দেন টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ইতোমধ্যে তিনি গুলশান-বনানী এলাকায় পোস্টারও সাঁটিয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ফারুকের মৃত্যুর পর এ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব চলচ্চিত্রাঙ্গণ থেকে ইতোমধ্যে উঠতে শুরু করেছে। চিত্রনায়ক ওমর সানি কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন। আসনের সংসদ সদস্য হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন অনেকে। এবার এ আসনে চিত্রনায়ক আলমগীরকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা।
আলমগীরকে প্রার্থী হওয়ার প্রস্তাব এবার ফারুকের আসনে
ফেসবুক স্ট্যাটাসে এ প্রস্তাব দিয়েছেন তিনি। অঞ্জনা লিখেন, সদ্য প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ফারুক ভাই আমাদের ছেড়ে চলে যাওয়াতে চলচ্চিত্র শিল্পে যেমন শূন্যতা সৃষ্টি হয়েছে, তেমনি শূন্যতা বিরাজ করছে ঢাকা-১৭ আসনে। চলচ্চিত্র শিল্প থেকে অনেকে চাচ্ছেন এই আসনে নৌকার প্রার্থী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যাকে মনোনীত করবেন সেই হবেন এই আসনের নৌকার মাঝি। চিত্রনায়ক আলমগীর শৈশব থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছেন। এ তথ্য উল্লেখ করে অঞ্জনা বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীর ভাই। যার অবদান এই চলচ্চিত্র শিল্পে অতুলনীয়। শুধু চলচ্চিত্র শিল্পই নয়, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তার অনন্য অবদান রয়েছে। আপনারা অনেকে বলতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগে আলমগীর ভাইয়ের অবদান কী? এই ক্ষেত্রে বলতে গেলে আলমগীর ভাই বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছেন সেই শৈশব থেকেই।