বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে রোহিতের ইতিহাস

Total Views : 51
Zoom In Zoom Out Read Later Print

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত। এতে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে আরও একটি নজির গড়লেন রোহিত। রোহিত ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি, রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলীদের। রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির ভিন্ন চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সে বছরই একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল দল। এই চার বারই ভারতের অধিনায়কের নাম রোহিত শর্মা। তিনি ছাড়া বিশ্বের আর কোনো অধিনায়কের এই নজির নেই। চার বার ফাইনালে উঠলেও রোহিত এখনও পর্যন্ত জিতেছেন একটি। গত বছর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিতকে। এখন দেখার বিষয় রবিবারের ফাইনালে রোহিত জিততে পারেন কি না। রোহিত ছাড়া আরও দুই অধিনায়ক চার বার করে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। তারা হলেন ধোনি ও পন্টিং। তবে তারা কেউ আইসিসির ভিন্ন চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠতে পারেননি। ভারতের অধিনায়ক হিসেবে ধোনি ২০০৭ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের একদিনের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিলেন। তার মধ্যে ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। হারতে হয়েছিল ২০১৪ সালের ফাইনালে। অন্যদিকে পন্টিং অস্ট্রেলিয়াকে ২০০৩ ও ২০০৭ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছিলেন। চার বারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ ২০০০ ও ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছিলেন। ২০০২ ছাড়া বাকি দু’টি ফাইনাল হেরেছিলেন তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনও দলকে তিন বার ফাইনালে তুলেছেন। ২০১৯ সালের একদিনের বিশ্বকাপ, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। তার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি দু’টি ফাইনাল হারতে হয়েছিল তাদের।


See More

Latest Photos