রোনালদো ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

ক্রিস্টিয়ানো রোনালদো ঈদ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন। মধ্যপ্রাচ্যে আসার পর থেকে তিনি শুধু লিগের অন্যতম মুখই নন, বরং সৌদি আরবের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়েছেন।

সৌদি আরবে গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও তিনি সবচেয়ে বড় ক্রীড়াবিদদের একজন।  

সৌদি আরবের বিভিন্ন বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান রোনালদো। ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। ঈদ উপলক্ষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন—  ‘ঈদ মোবারক! এই বিশেষ সময় আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক।’  

মাঠে ৪০ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৩ ম্যাচে ২৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।  

তবে আল-নাসর এবারও সৌদি প্রো লিগ শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে আছে। ২৫ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে।  

আগামী ৪ এপ্রিল আল-নাসর মুখোমুখি হবে আল-হিলালের বিপক্ষে। রিয়াদ ডার্বি এশিয়ান ফুটবলের অন্যতম বড় ম্যাচগুলোর একটি।

See More

Latest Photos