ভেঙে গেল তাহসানের দ্বিতীয় সংসার: এক বছর না পেরোতেই বিচ্ছেদের সুর

Total Views : 34
Zoom In Zoom Out Read Later Print

জুলাই থেকে আলাদা থাকছেন অভিনেতা; ফেব্রুয়ারিতে কার্যকর হচ্ছে ডিভোর্স

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার জীবনও স্থায়ী হলো না। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধার এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এলো। স্বয়ং তাহসান খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিচ্ছেদের সত্যতা নিশ্চিত করলেন তাহসান

বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে তাহসান-রোজার সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নীরবতা ভেঙে তাহসান জানান, খবরটি সত্যি। তিনি বলেন, "দীর্ঘদিন ধরেই, অর্থাৎ গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকে আমরা আলাদা থাকছি। সঠিক সময় এলে বিষয়টি নিয়ে বিস্তারিত বলব।"

হঠাৎ করে এই ব্যক্তিগত খবর প্রকাশ্যে আনার কারণ হিসেবে তাহসান জানান, তাদের বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর ও ভুয়া খবর তাঁর নজরে এসেছে। ভক্তদের ভুল তথ্য থেকে দূরে রাখতেই তিনি বিচ্ছেদের সত্যতা স্বীকার করেছেন।

কেন টিকল না এই সংসার?

তাহসান বা রোজা—দুই পক্ষের কেউই বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট করেননি। তবে দীর্ঘ সময় আলাদা দেশে থাকা এবং পেশাগত ব্যস্ততাকে অন্যতম কারণ হিসেবে মনে করছেন অনেকে। এছাড়া দুজনের বয়সের ব্যবধান ও জীবনদর্শন নিয়ে অমিল থাকতে পারে বলেও ভক্তদের মধ্যে আলোচনা চলছে।

গুঞ্জনের কেন্দ্রে ‘আইরা-মিথিলা’ ফ্যাক্টর

শোবিজের অন্দরমহলে সবচেয়ে জোরালো যে গুঞ্জনটি ভাসছে, তা হলো তাহসানের মেয়ে আইরা তাহরিম খানকে কেন্দ্র করে। গুঞ্জন রয়েছে, আইরার কারণে সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে তাহসানের নিয়মিত যোগাযোগ রোজা আহমেদ সহজভাবে নিতে পারছিলেন না। এই পারিবারিক টানাপোড়েনই শেষ পর্যন্ত বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এই দম্পতিকে।

চূড়ান্ত পরিণতির অপেক্ষা

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে আইনিভাবে তাদের ডিভোর্স কার্যকর হতে যাচ্ছে। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি টেনে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তাহসান। কিন্তু মাত্র কয়েকমাসেই সেই সম্পর্কেও ইতি ঘটল।

See More

Latest Photos