খাসির মাংস বলে বাজারে শিয়ালের মাংস, চাটমোহরে চাঞ্চল্য

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

পাবনা প্রতিনিধি: মোহাম্মাদ ইয়াসিন মুন্সি পাবনার চাটমোহর উপজেলায় খাসির মাংসের নামে শিয়ালের মাংস বিক্রির চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। ফাঁদ পেতে শিয়াল ধরে জবাই করে তা বাজারে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন আশরাফুল ইসলাম নামে এক কসাই। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হরিপুর বাজারে মাংস বিক্রি করতে গেলে আশরাফুলের মাংসের রঙ অস্বাভাবিক লাল হওয়ায় ক্রেতাদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন, মাংসটি খাসির নয়, শিয়ালের। আশরাফুল ইসলাম হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। তিনি বাড়ির পাশে ফাঁদ পেতে শিয়াল ধরেন। পরে নিজেই সেটি জবাই করে খাসির মাংস বলে বাজারে বিক্রি করতে যান বলে স্থানীয়রা জানান। বিষয়টি জানাজানি হলে বাজারের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মাংস উদ্ধার করেন। পরে তা বিধি অনুযায়ী মাটিতে পুঁতে ফেলা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই অভিযুক্ত কসাই পালিয়ে যান। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিয়ালের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।" উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, "পরিদর্শনে নিশ্চিত হয়েছি মাংসটি শিয়ালের। ফাঁদ পেতে শিয়াল ধরে তা বাজারে বিক্রির চেষ্টা করা হয়েছিল।" ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


See More

Latest Photos