গ্রিসের মুক্তমঞ্চের প্রেরণা নিয়ে বাংলাদেশে ‘বিনির্মাণ বিতর্ক উৎসব’

Total Views : 46
Zoom In Zoom Out Read Later Print

প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে "বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬"।

সভ্যতা কেবল ইট-পাথরে নয়, নির্মিত হয় শব্দ আর যুক্তির বুননে। মতের ভিন্নতা যখন বিভাজন না হয়ে আলোচনার শক্তিতে রূপ নেয়, তখনই জন্ম হয় এমন এক নব্য বাংলাদেশের স্বপ্ন, যা ন্যায়, সাম্য ও সম্মানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সেই অনুপ্রেরণায় সারাদেশ থেকে ২৮টি বিতর্ক ক্লাবের বিতার্কিকগণ এই প্রতিযোগিতায় অংশ নেন। উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় ১৬ই জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। ১৭ই জানুয়ারি প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় গিফট পার্টনার হিসেবে ছিলেন মিস বিউটি, লার্নিং পার্টনার এমআইই ইংলিশ একাডেমি, কনফেকশনারি পার্টনার ছিলেন ওয়ান্ডার, বেভারেজ পার্টনার নেসক্যাফে, স্কিলস পার্টনার গ্র‍্যাড বাঙ্কার একাডেমি, স্ন্যাক্স পার্টনার ম্যাগি, মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন শিকড় টিভি কানাডা, একাত্তর টেলিভিশন, এবং দৈনিক বাংলার ডাক।

২৮ টি টিম নক আউটের মাধ্যমে শুরু করে, প্রাথমিক রাউন্ড এবং সেমি ফাইনালের মাধ্যমে ১৬ তারিখের বিতর্ক অনুষ্ঠান শেষ হয়।

See More

Latest Photos