শীত কুড়িগ্রামে জেঁকে বসেছে , তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

Total Views : 27
Zoom In Zoom Out Read Later Print

কুড়িগ্রামে শীতের সঙ্গে উওরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। তবে সূর্যের তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে, কমছে শীতের তীব্রতা। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র। এ বছর শীতের তীব্রতার সঙ্গে উওরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় বোরো ধানের চারার বীজতলা লালচে ও কোঁকড়ানো হচ্ছে।

সেইসঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেগুলোতে  চিকিৎসা সেবা গ্রহণ করছেন রোগীরা। এরমধ্যে শিশু, নারী ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

See More

Latest Photos