নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানে বিক্ষোভে

Total Views : 30
Zoom In Zoom Out Read Later Print

ইরানের বিক্ষোভে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তেহরান সতর্ক করে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপ করলে তারা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। রোববার এ তথ্য জানিয়েছে অধিকার গোষ্ঠী এইচআরএনএ। ২০২২ সালের পর ইরান সরকার সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হওয়ায়, ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে তিনি হস্তক্ষেপ করবেন।

ইরানের ভেতরে এবং বাইরের কর্মীদের কাছ থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক অধিকার গোষ্ঠী এইচআরএনএ জানিয়েছে, তারা দুই সপ্তাহের বিক্ষোভে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি যাচাই করেছে। এছাড়া ১০ হাজার ৬০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

ইরান সরকারিভাবে নিহতের সংখ্যা জানায়নি এবং রয়টার্সও নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল রোববার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞার প্রসার এবং সরকারবিরোধী উৎসগুলোকে অনলাইন সহায়তা প্রদানের মতো বিকল্প সম্পর্কের বিষয়ে মঙ্গলবার ট্রাম্পকে তার কর্মকর্তারা অবহিত করবেন।

রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ পার্লামেন্টে বক্তব্য রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব’ করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার কালিবাফ বলেছেন, ইরানের ওপর আক্রমণের ক্ষেত্রে, অধিকৃত অঞ্চল (ইসরায়েল) এবং সমস্ত মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে শাসনকারী ধর্মীয় শাসকদের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়।

দেশটির সরকারের পক্ষ থেকে আমেরিকা ও ইসরায়েলকে অস্থিরতা উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।

ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান বলেছেন, নিরাপত্তা বাহিনী ‘দাঙ্গাকারীদের’ মোকাবিলায় প্রচেষ্টা জোরদার করেছে।

গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ইরান থেকে তথ্য প্রবাহ ব্যাহত হচ্ছে।

শনিবার তেহরানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, রাতের বেলা বিশাল জনতা রাস্তা দিয়ে মিছিল করছে, হাততালি দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে। জনতার ‘কোন শেষ নেই, শুরু নেই’ একজনকে বলতে শোনা গেছে।

শনিবার পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ফুটেজে রাস্তায় আগুন, মুখোশধারী বিক্ষোভকারী এবং ধ্বংসাবশেষে ভরা রাস্তা থেকে রাতের আকাশে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। রয়টার্স ঘটনাস্থলের অবস্থান যাচাই করেছে।

রোববার রাষ্ট্রীয় টিভি তেহরানের করোনার অফিসে মাটিতে পড়ে থাকা কয়েক ডজন মরদেহের ব্যাগের ফুটেজ দেখিয়ে বলেছে নিহতরা ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ দ্বারা সৃষ্ট ঘটনার শিকার।

এদিকে শনিবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করে বলেছেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সম্ভবত আগের মতো নয়। আমেরিকা সাহায্য করতে প্রস্তুত!’

সূত্র: ডেইলি সাবাহ

See More

Latest Photos