তাহসান-রোজা যে কারণে বিচ্ছেদের পথ বেছে নিলেন

Total Views : 39
Zoom In Zoom Out Read Later Print

সম্প্রতি দেশের শোবিজঅঙ্গণের সবচেয়ে আলোচিত বিষয় তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের খবর। নেটদুনিয়ায় এই দম্পতির সম্পর্ক চ্ছেদের আলোচনা যেন থামছেই না। অথচ ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ের পর এই নবদম্পতি ভক্তদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু বিয়ের বছরখানেক না পেরোতেই কেন হঠাৎ জীবনের আলাদা পথ বেছে নিলেন দুজন! সবার মনে যেন এই একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে। বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখতে। যে কারণে তাহসান গান ছেড়ে দিয়েছেন, এটা অনেক বড় একটি ত্যাগ। নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। সামাজিক মাধ্যমেও আর সক্রিয় নন এই গায়ক, ঘোষণা দিয়েই নেটদুনিয়ার এসব প্ল্যাটফর্ম থেকে সরে গেছেন তাহসান। কারণ তিনি চেয়েছিলেন একটি ব্যক্তিগত জীবনযাপন করতে।

অন্যদিকে, এই সময়টায় রোজা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন। নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন তিনি। 

এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও পরবর্তীতে মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। যদিও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বিয়ের ছবিটি এখনো পিন করে রেখেছেন তিনি। 

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো গাঁটছাড়া বাধেন এ সংগীতশিল্পী। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। 

See More

Latest Photos