শতকোটি পারিশ্রমিক ভাইজানের এক ছবির জন্য

Total Views : 35
Zoom In Zoom Out Read Later Print

বহুল প্রতীক্ষিত বলিউড ভাইজান সালমান খানের সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ এপ্রিল। ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের যুদ্ধের সত্য ঘটনার উপর নির্মিত সিনেমাটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। ট্রেইলার সামনে আসার পর থেকেই সিনেমাটি দেখতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন দর্শকরা।

তবে সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান, তা শুনে যে কারও চোখ কপালে উঠতে পারে!

শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১১০ কোটি টাকা নিচ্ছেন তিনি।  সর্বশেষ, ‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।  এ. আর. মুরুগাদাসের পরিচালনায় ‘সিকান্দার’ দিয়ে বক্স অফিসে প্রত্যাশিত আয় না করতে পারলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছেন বলে মনে করছেন তারান আদার্শ, সুমিত কাডেলের মতো বলিউড মুভি ক্রিটিক্সরা। 

সিনেমাটির চরিত্রের জন্য প্রতিদিন জিমে ঘাম ঝরিয়েছেন সালমান।  গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি।  গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে।  তারপর থেকে কড়া নিরাপত্তায় সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নেন সালমান।  

ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ।  দুই তারকাকে বহু দিন পর পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে এক ছবিতে।  শোনা যাচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ানের জন্য তিনি নিচ্ছেন ৮ কোটি টাকা।

সালমান খানের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।  এই ছবির জন্য তিনি চার্জ করেছেন ২ কোটি টাকা। 

এছাড়াও হীরা সোহাল,  অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী প্রত্যেকে সিনেমাটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিচ্ছেন যথাক্রমে ১ কোটি, ১.৫ কোটি ও  ৫০ লক্ষ টাকা টাকা।

See More

Latest Photos