বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা আজ কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে

Total Views : 35
Zoom In Zoom Out Read Later Print

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আজ (১৩ নভেম্বর) কেন্দ্রীয় সমন্বয়কদের একটি সভা ডেকেছে। সভাটি বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভার আহ্বান গতকাল (১২ নভেম্বর) রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত একটি নোটিশে জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বুধবার, একটি সভা আয়োজন করেছে। সভাটি বিকেল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকল কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় তিনটি মূল উদ্দেশ্য আলোচনা করা হবে—

১. চলমান পরিস্থিতি পর্যালোচনা,

২. আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও

৩. কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি।

এছাড়া, সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির ১৫৮ জন সদস্যকে সময়মতো উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় অংশগ্রহণকারীদের চলমান পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত নিয়ে আসারও অনুরোধ জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং বৈষম্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ।

See More

Latest Photos