৫ আগস্টের পর আজহার মুক্তি পেলেন না সব রাজবন্দি পেলেন,

Total Views : 17
Zoom In Zoom Out Read Later Print

আওয়ামী ফ্যাসিবাদের হাতে আটক সব রাজবন্দি ৫ আগস্টের গণআন্দোলনের পর মুক্তি পেলেন, এটিএম আজহার ছাড়া। এই দায় জনগণের, সরকারের এবং প্রশাসনের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে এটিএম আজহারুল ইসলামের জামিন শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ ফের পেছানোর ঘটনায় বিস্মিত এবং ব্যথিত জামায়াতে ইসলামী। 

তিনি বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল, তারা সবাই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। আইনজীবীরা যতটুকু সম্ভব আদালতে তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

জামায়াতের এই নেতা জানান, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব।

তিনি জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করব আদালতের কাছে আমরা ন্যায়বিচার পাব।

See More

Latest Photos