কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন: আসিফ নজরুল

Total Views : 44
Zoom In Zoom Out Read Later Print

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান। ওই পোস্টে তিনি লিখেছেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই। তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। এরপর তিনি পশ্চিমবঙ্গের কলকাতার সায়াক ঘোষ চৌধুরীর একটি লেখা শেয়ার করেছেন। নিচে তা তুলে ধরা হলো-

পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না, আমার কাছে immaterial !

 

আমি simply বিশ্বাস করি না, অমিত শাহ - অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গী ঢোকার সুযোগ ছিল।

 

এখন technology -র উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়।
আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি। আমি কোনোদিন শুনি নি, "পর্যটকদের জঙ্গিরা হত্যা করে"

 

আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন, "জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না। কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজম এর উপরে। ওদের টার্গেট আমরা। "

 

মানে কাশ্মীরের জঙ্গী আক্রমণের চরম পর্যায়তেও পর্যটকদের উপরে আক্রমণের ঘটনা দেখি নি।

 

আর পাহেলগাঁও - গুলমার্গ - শোনমার্গ মিলিটারি cover -এ মুড়ে রাখা হত ।

 

"জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিলো", সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে।

 

যদি পাকিস্তান দায়ী থাকে (বালোচিস্তানের বদলা), তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বই কি !

 

"নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন" - এই দাবিটা তাহলে মিথ্যা ছিল ?

See More

Latest Photos