কঠিন সময় পার করে ফেলেছিলেন মাহমুদুল হাসান জয়। আগের দিন শেষ বিকেলে দুই সুযোগ দেওয়ার পরও বেঁচে গিয়েছিলেন। আজও জিম্বাবুয়ের পেসারদের বাউন্সার সামলে নিয়েছিলেন শুরুর ঘণ্টায়। কিন্তু বড় রান করার অভ্যাস না থাকায় উইকেটে বেশিক্ষণ টিকতে পারলেন না। ছোবল দেওয়া বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ৬৫ বল ক্রিজে কাটিয়ে ৩৩ রান করে জয় আউট। মুমিনুল হকের সঙ্গে জয়ের জুটি ৬০ রানের।
মুমিনুল জয়কে নিয়ে নিজেকেও কাঠগড়ায় তুলেছেন





তৃতীয় উইকেটে শান্ত মুমিনুল আবার হাল ধরলেন। যোগ করলেন ৬৫ রান। এবার মুমিনুল পথ ভুললেন। ফিফটি ছোঁয়া থেকে ৩ রান দূরে থাকতে ক্যাচ দেন উইকেটের পেছনে। সেট হওয়া দুই ব্যাটসম্যান খুব সহজে হাল ছেড়ে দেওয়ায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ব্যাকফুটে চলে গিয়েছিল। তাদের পথ ধরে মুশফিকুর রহিম আউট হন ৪ রানে। তাতে বিপদ বাড়ে বাংলাদেশের।
মঙ্গলবার তৃতীয় দিনে ৪৪ ওভারের খেলায় ১৩৭ রান যোগ করতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। অথচ সুযোগ ছিল স্কোরবোর্ডের চিত্র আরো সুন্দর করার। হয়নি। না হওয়ার পেছনে দুই সেট হওয়া ব্যাটসম্যানকে কাঠগড়ায় দাঁড় করালেন মুমিনুল।