ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্যের ৩ দেশে যাচ্ছেন

Total Views : 24
Zoom In Zoom Out Read Later Print

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি এ সময় মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট এ তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তাসংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে বাসস জানিয়েছে, শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পরিকল্পনার পর এটি হবে ট্রাম্পের দ্বিতীয় বিদেশ সফর। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে লিভিট বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ট্রাম্প ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম বিদেশ সফরও হয়েছিল তেল সমৃদ্ধ, রক্ষণশীল দেশ সৌদি আরবে। সৌদি আরবের শীর্ষ কূটনীতিক এই মাসের শুরুতে ওয়াশিংটনে ১৩ মে সফর নিয়ে আলোচনা করেন।

চলতি বছরের জানুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবারের ঘোষণা এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ইরানের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকিও দেন ট্রাম্প।

২০১৮ সালে ট্রাম্প তিন বছর আগে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বাণিজ্য ও ইরানসহ বিভিন্ন বিষয়ে তারা ঐক্যবদ্ধ।


See More

Latest Photos