তাপমাত্রা কমতে পারে বৈশাখের দাবদাহে স্বস্তির বৃষ্টি,

Total Views : 5
Zoom In Zoom Out Read Later Print

বৈশাখের কাঁঠালপাকা গরমে যখন অতিষ্ঠ হয়ে পড়ছিল জনজীবন; তখন এক পশলা বৃষ্টি যেন স্বস্তির হাওয়া এনে দিয়েছে নাগরিক জীবনে। সোমবার সকাল থেকেই বৃষ্টির আভাস মিলছিল। পরে দুপুর গড়াতেই স্বস্তির বৃষ্টি ঝরেছে রাজধানীতে। দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির খবর মিলেছে এদিন। তাতে তাপমাত্রা কমারও সম্ভাবনা দেখা দিয়েছে। টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এদিন বেলা পৌনে একটার দিকে ঢাকায় বৃষ্টি নামে। আবহাওয়া অফিস বলছে, এ বৃষ্টির পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার তাপপ্রবাহের পরিমাণ কমে যাবে। বৃষ্টির প্রভাব থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল থেকে সিলেটর বিভিন্ন অঞ্চলে, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ ময়মনসিংহ বিভাগের নানা স্থানে এবং রংপুরের বিভিন্ন স্থান, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। রাজধানীর কাছাকাছি বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আসলে গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে। আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হচ্ছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাব বাংলাদেশের ওপরে আছে। আর এ জন্যই বৃষ্টির এই আবহ। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবারও বৃষ্টি থাকতে পারে। তবে দেশজুড়ে একযোগে বৃষ্টি হবে না হয়তো।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৪১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

See More

Latest Photos