রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা গ্রেপ্তার রাজধানীতে





রবিবার (১১ মে) দুপুরে ভিকটিম গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাতে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।