এফআইএইচ জানায়, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে। তবে তারা এখনো সরে দাঁড়ানোর কারণ স্পষ্ট করেনি।
বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান ভারতে অনুষ্ঠেয়
ভারতে আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিষয়টি নিশ্চিত করেছে।
জুনিয়র হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের ভুবনেশ্বরে। এই প্রতিযোগিতায় পাকিস্তান নিয়মিত অংশগ্রহণকারী দলগুলোর একটি ছিল। কিন্তু দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তানের ভারত সফর অনিশ্চিত হয়ে উঠেছিল শুরু থেকেই।
এফআইএইচ এখন পাকিস্তানের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।