যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় ইউক্রেনের 'প্রাথমিক সমঝোতা'

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন

ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 'সাধারণ সমঝোতা' হয়েছে বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অনলাইন বিবিসি এই খবর দিয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে দেওয়া ২৮ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে এই নতুন প্রস্তাবটি তৈরি করা হয়েছে। আমেরিকান এবং ইউক্রেনীয় কর্মকর্তারা জেনেভায় সপ্তাহান্তে বৈঠকে এই বিষয়ে কাজ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, "মূল পরিকল্পনাটি উভয় পক্ষের অতিরিক্ত পরামর্শে আরও উন্নত করা হয়েছে।" তিনি আরও লেখেন, "আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছি। একই সময়ে সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল ইউক্রেনীয়দের সঙ্গে বৈঠক করবেন।"

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগী আশা করছেন যে ড্রিসকোল এ সপ্তাহেই কিয়েভ সফর করবেন।

মস্কোর সতর্কতা ও অচলাবস্থা

ক্রেমলিন আগেই জানিয়েছিল যে, রাশিয়াকে এখনো নতুন খসড়া পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গত সপ্তাহের পরিকল্পনায় পরিবর্তন এলে মস্কো তা গ্রহণ নাও করতে পারে বলে সতর্ক করেছিল তারা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, প্রথম মার্কিন আলোচনা কাঠামোর পক্ষে মস্কো থাকলেও, পরিকল্পনাটি মূলগতভাবে পরিবর্তিত হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন পরিকল্পনার কোনো কপি পায়নি বলেও লাভরভ জানান এবং ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেন।

আমেরিকান কর্মকর্তারা রাশিয়ার উদ্বেগ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল ও রুশ প্রতিনিধিরা সোমবার ও মঙ্গলবার আবুধাবিতে বৈঠক করেছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণসহ যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়েছে, সেগুলোর কিছু এখনো অমীমাংসিত। মঙ্গলবার জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং মাসের শেষ হওয়ার আগেই বৈঠকের লক্ষ্যে কাজ করছেন।

See More

Latest Photos