অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। আবারও মা হচ্ছেন তিনি। এটি কুক ম্যারোনি ও জেনিফার দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান। জেনিফার লরেন্সের মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগকে বিষয়টি জানিয়েছেন।
আবারও মা হচ্ছেন জেনিফার লরেন্স
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নৈশভোজে ৩৪ বছর বয়সি অভিনেত্রী জেনিফার লরেন্স পরেছিলেন সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার। তার পোশাকের ওপর দিয়ে বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এর আগে ২০১৮ সালের জুনে কুক-জেনিফারের পরিচয় হয়। অভিনেত্রীর কাছের বন্ধু লরার মাধ্যমে কুকের সঙ্গে পরিচয়। একই বছরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে প্রেমের সম্পর্ক আড়ালে রেখেছিলেন জেনিফার। তবে বিলম্ব না করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন তারা এবং একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল।