ভিডিও বানাবে গুগলের ছবি থেকেই ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার

Total Views : 36
Zoom In Zoom Out Read Later Print

স্থির ছবি থেকে ছোট ভিডিও ক্লিপ তৈরি করা এখন এআই বটগুলোর এক জনপ্রিয় দক্ষতা। এই সুবিধা কিছুটা সীমিত আকারে এরইমধ্যে গুগল ফটোজে পাওয়া যায়। তবে এবার গুগল এই ফিচারটিতে আনতে যাচ্ছে বড় ধরনের আপগ্রেড।

প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, গুগল ফটোস অ্যাপের সর্বশেষ সংস্করণের কোডে এমন ইঙ্গিত মিলেছে যে, খুব শিগগিরই সেখানে ‘এআই টেক্সট প্রম্পট বক্স’ যুক্ত হতে পারে।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কেবল একটি ছবি আপলোড করলেই চলবে। এরপর তারা টেক্সটে লিখে বলে দিতে পারবেন ঠিক কীভাবে ভিডিওটি তৈরি হবে।

এটি বর্তমান সিস্টেমের তুলনায় অনেক বেশি ব্যবহারবান্ধব হবে। এখন পর্যন্ত জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফিচারগুলোতে মাত্র দুটি অপশন ছিল ‘সাটল মুভমেন্ট’ এবং ‘আইএম ফিলিং লাকি’ যেখানে মূলত এআই নিজেই ছবিটিতে কী ধরনের অ্যানিমেশন থাকবে তা ঠিক করে নেয়।

নতুন ফিচারটি চালিত হবে গুগলের পুরনো ভিও ২ মডেল দিয়ে। যদিও এটি সর্বশেষ ভিও ৩ মডেলের মতো উন্নত নয় তবুও এটি শুধু একটি ছবি থেকেই চমৎকার ও বিনোদনমূলক ভিডিও আউটপুট দিতে পারে।

গুগলের অ্যাপে এআইয়ের বিস্তার

এটি গুগলের সাম্প্রতিক এআই-কেন্দ্রিক পরিকল্পনারই অংশ। কোম্পানিটি এখন তার বিভিন্ন অ্যাপ ও সার্ভিসে জেমিনাই, ভিও-এর মতো এআই মডেলগুলোকে সংযুক্ত করছে যাতে এই টুলগুলোর ব্যবহারযোগ্যতা ও প্রভাব আরও বিস্তৃত হয়।

এআই প্রযুক্তির এই বিস্তার গুগলের হার্ডওয়্যার পণ্যেও দেখা যাচ্ছে। সম্প্রতি তারা নতুন স্মার্ট হোম পণ্য উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে আপডেটেড ‘নেস্ট’ ক্যামেরা এবং নতুন গুগল স্মার্ট স্পিকার। এ সবগুলোতেই একীভূত করা হয়েছে জেমিনাই এআই।

অন্যদিকে, ওপেনএআইও পিছিয়ে নেই। কোম্পানিটি সম্প্রতি সোরা ২ ভিডিও অ্যাপ এবং তার সঙ্গে যুক্ত এক ধরনের সোশাল নেটওয়ার্ক চালু করেছে। পাশাপাশি, চ্যাটজিপিটি দিয়ে চালিত হার্ডওয়্যার ডিভাইস নিয়েও গুঞ্জন চলছে।

প্রযুক্তি সাইট টেক রেডার লিখেছে, যদিও গুগল ফটোসের এই নতুন ফিচারটি এখনো গোপনে পরীক্ষাধীন এবং সেটি সবার জন্য উন্মুক্ত হবে কি না তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, এটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।

See More

Latest Photos