ব্ল্যাক স্টারদের প্রত্যাবর্তন: আবারও বিশ্বকাপের মঞ্চে ঘানা

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার পঞ্চম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। মোহাম্মদ কুদুসের গোলে জয় পেয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।

এর আগে, এই অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলের। পশ্চিম আফ্রিকার প্রথম দেশ হিসেবে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা।

কোমোরোসেরর বিপক্ষে ম্যাচের আগেই ঘানার বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত ছিল। প্রতিদ্বন্দ্বী মাদাগাস্কারের সম্ভাবনা জিয়ে রাখতে জয়ের পাশাপাশি তাদের মেটাতে হতো ৮ গোলের ব্যবধান। তবে কুদুসের গোলে ঘানার জয়ে শেষ হয়ে যায় সব সমীকরণ।

২০২৬ বিশ্বকাপে আফ্রিকা থেকে বাছাই উত্তীর্ণ হয়ে সরাসরি জায়গা করে নেবে নয়টি দল। ইন্টারকনফেডারেশন প্লে-অফের মাধ্যমে আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ আছে।

See More

Latest Photos