দৈনিক বাংলার ডাক'-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ব প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্বাস উদ্দিনকে উপদেষ্টা হিসেবে বরণ

Total Views : 44
Zoom In Zoom Out Read Later Print

সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক পত্রিকা 'দৈনিক বাংলার ডাক'-এর আসন্ন ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ব প্রস্তুতি উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পত্রিকাটির উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি (ট্যাক্সাস বার, ঢাকা) অ্যাডভোকেট আব্বাস উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। সভায় 'দৈনিক বাংলার ডাক'-এর সম্পাদক ও প্রকাশক মো: মনোয়ার হোসেন সিদ্দিকী অ্যাডভোকেট আব্বাস উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, "বীর মুক্তিযোদ্ধা এবং ট্যাক্সাস বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের মতো একজন বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর সুচিন্তিত পরামর্শ ও দিকনির্দেশনা 'দৈনিক বাংলার ডাক'-কে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।" নতুন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন তাঁর বক্তব্যে 'দৈনিক বাংলার ডাক'-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে পত্রিকাটি যেন আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে, সেই বিষয়ে তাঁর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, "১৭ বছরের এই পথচলা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত এবং পত্রিকার মানোন্নয়নে কাজ করতে আগ্রহী।" প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সভায় বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


See More

Latest Photos