জাতীয় রাজস্ব বোর্ড অন লাইনে রিটার্ন দাখিলের মাধ্যমে দুর্নীতি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্যে আয়কর আইনজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই। রাজস্ব বোর্ডের নিকট এমন ডাটা আছে কিনা যে, আয়কর আইনজীবীরা সারা দেশে মাএ 20% হতে 30% আয়কর মামলার প্রতিনিধিত্ব করেন। কিন্তু বাকি 70% আয়কর মামলার প্রতিনিধিত্ব কারা করেন তা কি রাজস্ব বোর্ডের জানা আছে? এই 70% আয়কর মামলা ইতি পূর্বে যারা করতেন, এখনও তারাই করদাতার সহিত যোগাযোগ করে অন লাইনে রিটার্ন দাখিল করছেন।
বর্তমান সরকারের অদুরদর্শিতা ও এক ঘেয়েমির কারনে রাজস্ব আদায়ে বড় বাধা, আয়কর আইনজীবিগন মহাসংকটে।




