কার্যক্রম,চাঁদাবাজি ও ভূমি দস্যু বৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত থেকে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের নিকট থেকে জানা যায় কবির ও কাছল এর নেতৃত্বে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য যথাক্রমে খোরশেদ, শাজাহান, রফিক, রুবেল ও তাদির কে সাথে নিয়ে নিরীহ শান্তিপ্রিয় মানুষের উপর জুলুম অত্যাচার করে চাঁদা দাবি করার জন্য শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। প্রকাশ থাকে যে বর্তমানে তারা বিএনপি'র হাইব্রিড নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় বহন করে কাজ করতে ক্ষমতার অপব্যবহার পূর্বক অবৈধ, অনৈতিক এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারের শিকার আব্দুল্লাহপুর গ্রামের ইটালি প্রবাসী কাজল বাংলার ডাক প্রতিনিধিকে জানান সন্ত্রাসী চক্রের হোতা কবির তার নিকট মোবাইলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
অষ্টগ্রাম থানার আব্দুল্লাপুরে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী নেপথ্যে রয়েছে কবিরগং স্থানীয় প্রশাসন অসহায়




