দীর্ঘ কারাবাস শেষে মাতৃভূমিতে ফেরা: ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন প্রথম দলের ফিলিস্তিনি বন্দিরা।

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে বলে জানা গেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি গাজায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছে হামাসের মিডিয়া অফিস।

রয়টার্সের বরাতে এই খবর জানা গেলেও আল-জাজিরা আরও বাসের গাজার পথে যাত্রার খবর দিয়েছে। অন্যদিকে, বিবিসি জানাচ্ছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে কিছু বাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতেও পৌঁছেছে, যেখানে তাদের বরণ করতে স্বজনরা ভিড় করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, এই চুক্তির আওতায় গাজা থেকে আনুমানিক ১,৭০০ বন্দি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।


ফিলিস্তিনি বন্দিদের মুক্তির পাশাপাশি হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিরাও মুক্তি পেয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, দ্বিতীয় ধাপে আরও ১৩ জন জীবিত জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেছেন।

এর আগে, সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুরের মধ্যে হামাসের ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যার মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত বলে ধারণা করা হচ্ছে।

তবে হামাস ইতোমধ্যে ইসরায়েলকে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সব 'মৃত জিম্মিকে' খুঁজে বের করা তাদের পক্ষে সম্ভব হবে না।

See More

Latest Photos