আমার প্রাক্তন প্রেমিকা দীপিকা , সুহানার মা: শাহরুখ খান

Total Views : 32
Zoom In Zoom Out Read Later Print

বলিউড বাদশাহ শাহরুখ খান। ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই সতর্ক এই বলিউড তারকা। তারপরেও কি সমালোচনা তার পিছু ছেড়েছে! এবার নিজেই সমালোচনার রসদ জোগালেন তিনি। শাহরুখের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের সঙ্গে ঘর বাঁধার পর, সেই আলোচনা থেমে গেছে। এ ছাড়া কাজলের সঙ্গে শাহরুখের গভীর বন্ধুত্বের কথা শোনা যায়। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের কথা কি শুনেছেন?—হয়তো শোনেননি। কিন্তু পাঠানের এই জুটির রোমান্সে বুঁদ হয়েছিল সিনেপ্রেমীরা। ভারতীয় গণমাধ্যম দ্যা ওয়াল জানিয়েছে, দীপিকাই শাহরুখের প্রাক্তন। কথা শুনে অবাক হওয়ার কথা। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। এটি শাহরুখের নতুন সিনেমার প্রচারণার অংশ। গণমাধ্যমের তথ্য, শাহরুখ এবার এমন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যে সিনেমাতে য়েছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—এর গল্প। সিনেমার নাম ‘কিং’। সিনেমাতে মেয়ের ভূমিকায় দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকার ভূমিকায়।

মজার ছলে ভারতীয় গণমাধ্যমকে শাহরুখ বলেছেন,  দীপিকা আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।


রুম্মান শারমিন স্নেহা

See More

Latest Photos