নতুন মেয়রের জয়ের পর শহর 'কমিউনিস্ট' হয়ে উঠবে বলেও অভিযোগ সাবেক প্রেসিডেন্টের
মামদানির বিজয়ে নিউইয়র্কে 'সার্বভৌমত্ব হারিয়েছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নিউইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি-র বিজয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মন্তব্য করেছেন যে, মামদানির জয়ের পর দেশটির বৃহত্তম শহরটির ওপর থেকে যুক্তরাষ্ট্র কার্যত 'সার্বভৌমত্ব হারিয়েছে'। তিনি আরও অভিযোগ করেছেন, এই জয়ের ফলে নিউইয়র্ক একটি 'কমিউনিস্ট শহরে' পরিণত হবে।
নিজের নির্বাচনী জয়ের এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, "আমরা চাই নিউইয়র্ক সফল হোক।" যদিও তিনি মামদানিকে 'সামান্য' সহায়তার ইঙ্গিত দিয়েছেন, তবে এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা করেননি। ট্রাম্পের ভাষায়, "আমরা ওকে একটু সাহায্য করব, হয়তো সামান্য।"
সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা আমাদের অর্থনীতি উদ্ধার করেছি, স্বাধীনতা ফিরে পেয়েছি এবং এক বছর আগে সেই মহিমান্বিত রাতে একসঙ্গে দেশকে রক্ষা করেছি।"
ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম এবং খোদ ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এই অভিবাসী মুসলিম রাজনীতিক কার্যত 'আউটসাইডার' হিসেবে মেয়র নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন।
বুধবার মামদানি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে শহরের জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা করতে আগ্রহী। মজার ছলে তিনি এও বলেন, "হোয়াইট হাউস থেকে এখনও আমাকে অভিনন্দন জানানো হয়নি।"
অন্যদিকে, নির্বাচনের এই ফলাফলের দায় নিতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রিপাবলিকানদের পরাজয়ের কারণ হলো সরকারের অচলাবস্থা (শাটডাউন) এবং ব্যালটে তাঁর নিজের নাম না থাকা।