তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় 'সমাজকে কুঠারাঘাত করেছে'—আপিল শুনানিতে মন্তব্য
'পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে বাধা নেই': অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেলের পদে বহাল থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। সংবিধান এই ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায়টি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জনগণের ইচ্ছানুযায়ীই আইন প্রণীত হবে, এবং জনগণই দেশকে পরিচালনা করবে।
রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আদালতে দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি "সমাজকে কুঠারাঘাত করেছে"। তাঁর মতে, এর ফলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই ব্যবস্থার মাধ্যমে "মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ করে দেওয়া হয়েছে।"
পূর্বের ঘোষণা থেকে ইঙ্গিত পরিবর্তন: উল্লেখ্য, এর একদিন আগে বুধবারই মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তিনি সে সময় জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ আসন থেকে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তবে এর একদিন পরেই পদে থেকেই নির্বাচন করার ইঙ্গিত দিলেন তিনি।