পঞ্চগড়বাসীর জন্য 'দুটি সুখবর' দিলেন এনসিপি নেতা সারজিস আলম

Total Views : 13
Zoom In Zoom Out Read Later Print

অডিটরিয়াম পুনঃনির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে মোট ৮ কোটি টাকার বাজেট আসছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য 'দুটি গুরুত্বপূর্ণ সুখবর' ঘোষণা করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সুখবর দেন। সারজিস আলম তাঁর পোস্টে উল্লেখ করেন:

  • ১. সরকারি অডিটরিয়াম: এনসিপির সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ 'পঞ্চগড় সরকারি অডিটরিয়াম' পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে চলেছে।

  • ২. জলাবদ্ধতা নিরসন: তাঁদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি মুহুর্মুহু কমেন্ট, রিঅ্যাকশন এবং শত শত শেয়ারে ভরে যায়। এই দুইটি উন্নয়নমূলক কাজের বাজেট বরাদ্দকে পঞ্চগড়বাসী ইতিবাচকভাবে দেখছে।

See More

Latest Photos