দিনাজপুরের হিলির একটি ধান ভাঙার মিল থেকে ১৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত ১০টার দিকে আলীহাট ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ধান ভাঙার মিল থেকে চালগুলো জব্দ করা হয়।
১৮০ বস্তা ওএমএসের চাল ধান ভাঙার মিলে মিলল





হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ওএমএসের চাল একটি মিলে মজুদ করা হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিলের ভেতর হতে ওএমএসের ১৮০ বস্তা চাল পাওয়া যায়। যার ওজন পাঁচ হাজার ৪০০ কেজি। একইসঙ্গে মিল থেকে ওএমএসের ১০৪টি খালি বস্তা পাওয়া যায়।
অমিত রায় বলেন, মজুদকৃত চালের কোনো মালিককে পাওয়া যায়নি। ওএমএসের চাল মজুদ রাখা অবৈধ। চালগুলো জব্দ করে সরকারি গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।