দক্ষিণ কোরিয়ার বুসানে শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ঘোষণা; এক বছরের জন্য চুক্তি
দুই পরাশক্তির সমঝোতা: যুক্তরাষ্ট্র-চীন চুক্তিতে শুল্ক ১০% হ্রাস
 
                                        
                                                                     
                                    
                                    
                                         
                                    
                                    
                                         
                                    
                                    
                                         
                                    
                                
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে তিনি এই ঘোষণা দেন।
বৈঠকের সমাপ্তির পর ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "আমাদের চুক্তি হয়ে গেছে।" তিনি আরও জানান, "বৈঠকটি ছিল অসাধারণ এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।"
শুল্ক হ্রাস ও স্বস্তি: মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, চীনের পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ, শুল্কের হার এক ধাক্কায় ১০ শতাংশ কমে আসছে। তিনি আরও নিশ্চিত করেন যে এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা নিরসনে একটি বড় অগ্রগতি হলো। ট্রাম্পের দাবি, চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত একটি জটিল ইস্যুরও সমাধান হয়েছে।
ভবিষ্যৎ সফর: ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি আগামী এপ্রিলে চীন সফরে যাবেন। এর পরবর্তী কোনো এক সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন।
 
                 
         
         
         
         
         
         
        