স্বস্তি ফিরল: রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ

Total Views : 27
Zoom In Zoom Out Read Later Print

সংস্কারের শর্ত মূল্যায়নে আসা মিশন দলের প্রশংসা; কেন্দ্রীয় ব্যাংকে সংকোচনমূলক নীতি চালিয়ে যাওয়ার পরামর্শ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশের কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।  রাজধানী ঢাকায় আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের প্রথম ধাপের বৈঠকের পর এই ইতিবাচক মন্তব্য এসেছে।

আইএমএফের ঋণের শর্তগুলোর অগ্রগতির মূল্যায়নের জন্য ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশন দলটি ঢাকায় অবস্থান করছে। তারা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করবে।

রিজার্ভ ও মূল্যস্ফীতিতে স্বস্তি: বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আইএমএফের প্রতিনিধি দল দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং বর্তমান স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আইএমএফ দলটি লক্ষ্য করেছে যে, গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি নিম্নমুখী ধারা বজায় রেখেছে।

ওই কর্মকর্তা যোগ করেন, "আইএমএফ প্রতিনিধি দল এই অগ্রগতির প্রশংসা করেছে। তবে এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই সংকোচনমূলক মুদ্রানীতি কঠোরভাবে চালিয়ে যেতে হবে বলে তারা পরামর্শ দিয়েছে।"

অন্যান্য আলোচনা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত চলমান আর্থিক সংস্কার প্রক্রিয়া এবং ব্যাংক খাতের স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়। আলোচ্য মূল বিষয়গুলোর মধ্যে ছিল—ব্যাংকগুলোর তারল্য পর্যবেক্ষণ, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান পদ্ধতির বাস্তবায়ন, নির্দিষ্ট কিছু ব্যাংক থেকে আমানত উত্তোলনে আরোপিত বিধিনিষেধ এবং সম্প্রতি একীভূত হওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা।

এর আগে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তারা অর্থ বিভাগে ম্যাক্রো-ইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন।

See More

Latest Photos