হামজাদের ভারত ম্যাচের টিকিটের জন্য ভিড়! কবে শুরু বিক্রি, কীভাবে কিনবেন?

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচের টিকিট মিলবে ‘কুইকেট’ প্ল্যাটফর্মে

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বহুল প্রতীক্ষিত ম্যাচটির টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর থেকে।

ফুটবলপ্রেমীরা অনলাইন প্ল্যাটফর্ম 'কুইকেট' (QuickeT)-এর মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল।

যদিও দুটি ড্র এবং দুটি হারে লাল-সবুজ জার্সিধারীদের টুর্নামেন্টের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে, তবু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকার কথা।

১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি। এর আগে, ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচেই ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী মাঠ মাতাবেন।

See More

Latest Photos