চ্যাম্পিয়ন্স লিগ: সিটি'র গোল উৎসব; ইন্টারের কষ্টার্জিত জয়

Total Views : 21
Zoom In Zoom Out Read Later Print

ইত্তিহাদ স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো ম্যান সিটি

য়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তবে অন্য ম্যাচে, গত আসরের রানার্সআপ ইন্টার মিলান ঘরের মাঠে কায়রাত আলমাতির বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বুধবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২২ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন, এর মাত্র সাত মিনিট পর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

বিরতির পর আক্রমণের ধারা বজায় রেখে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফোডেন নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। যদিও ৭২ মিনিটে ওয়াল্ডেমার এন্টন ডর্টমুন্ডের হয়ে একটি গোল শোধ দেন। তবে যোগ করা সময়ে রায়ান ছের্কি জালে বল পাঠালে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে, সান সিরো স্টেডিয়ামে ইন্টার মিলানকে জয় পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে লওতারো মার্টিনেজের গোলে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অর্ফি আরাদ গোল করে কায়রাতকে সমতায় ফেরান। ম্যাচ যখন ড্র হওয়ার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৬৭ মিনিটে ইন্টারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস আগুয়েস্তো গোল করে দলের জন্য জয় নিশ্চিত করেন।


রাতের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও উত্তেজনা ছিল:

  • বায়ার লেভারকুসেন ১-০ গোলে বেনফিকাকে হারিয়েছে।

  • ইতালির ক্লাব আটালান্টার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে মার্সেই।

  • প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়েছে। ক্লাবটির হয়ে বার্ন ও জোয়েলিনটন একটি করে গোল করেন।



See More

Latest Photos