যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে 'নো কিংস' (No Kings) বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসসহ প্রধান শহরগুলোতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে একনায়কত্বের অভিযোগ: 'নো কিংস' প্রতিবাদে উত্তাল আমেরিকা





ওয়াশিংটন ডিসি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতি ও কর্মকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে 'নো কিংস' (No Kings) ব্যানারে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এই বিশাল প্রতিবাদ শুধু দেশের ভেতরেই নয়, ইউরোপ ও কানাডাতেও ছড়িয়ে পড়ে, যেখানে বিক্ষোভকারীরা ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রে প্রতিবাদ
নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসের মতো প্রধান শহরগুলোর রাজপথ ছিল প্রতিবাদে মুখর। এই বিক্ষোভ ছিল মূলত শান্তিপূর্ণ, কিন্তু এর বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট।
বিক্ষোভে ডেমোক্র্যাটিক দলের অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদও যোগ দেন। সিনেটের মাইনরিটি লিডার চ্যাক শুমার এই প্রতিবাদে অংশ নিয়ে বলেন, "আমাদের দেশে কোনো স্বৈরশাসক নেই। আমরা ট্রাম্পকে আমাদের গণতন্ত্র ক্ষুণ্ণ করতে দেব না।"
সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য শহরে
ট্রাম্পবিরোধী এই প্রতিবাদ শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। ইউরোপের বিভিন্ন রাজধানী—যেমন বার্লিন, মাদ্রিদ, রোম এবং লন্ডন—এ অনুরূপ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, কানাডার টরন্টোতে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র কনস্যুলেটের কাছে জড়ো হন। তাঁরা 'হ্যান্ডস অফ কানাডা' বার্তা লেখা প্ল্যাকার্ড বহন করেন, যা ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তুলে ধরে।