পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসি নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ১২ শতাংশ মুনাফা বৃদ্ধির খবর প্রকাশ করেছে। বিশেষ করে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির মুনাফায় এসেছে বড় ধরনের উল্লম্ফন।
নয় মাসে ন্যাশনাল হাউজিংয়ে মুনাফা বেড়েছে ১২ শতাংশ





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে রবিবার (১৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি অনুমোদন পায়।
তৃতীয় প্রান্তিকে মুনাফা বৃদ্ধি ৮৭ শতাংশ
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ন্যাশনাল হাউজিংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ের (০.৩১ টাকা) চেয়ে ০.২৭ টাকা বা ৮৭ শতাংশ বেশি। এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
৯ মাসের সার্বিক চিত্র
মোট মুনাফা: চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ১.০২ টাকা।
প্রবৃদ্ধি: আগের হিসাব বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ০.৯১ টাকা। সেই হিসাবে, আলোচ্য নয় মাসে মুনাফা বেড়েছে ০.১১ টাকা বা ১২ শতাংশ।
এনএভিপিএস
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৯৮ টাকা।