ষাটে পা শাহরুখের, জন্মদিনকে ঘিরে ৩০ শহরে চলছে 'কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল'

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

বলিউড বাদশা শাহরুখ খান আগামী ২ নভেম্বর তাঁর ৬০তম জন্মদিন উদযাপন করবেন। তবে কিং খানের জন্মদিনের আগেই ভক্তদের জন্য আগাম উপহার নিয়ে এসেছে পিভিআর আইনক্স। শাহরুখের জীবনের প্রতি সম্মান জানাতে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারতজুড়ে শুরু হতে চলেছে এক বিশেষ চলচ্চিত্র উৎসব—'শাহরুখ ম্যানিয়া'।

সিনেমাতেই যাঁর জীবন, সেই তারকাকে বিশেষ সম্মান জানাতেই এই উদ্যোগ। আগামী মাসে তাঁর ষাটতম জন্মদিনকে কেন্দ্র করেই এই বিশেষ আয়োজন।

৩০ শহরে ৭৪ হলে শাহরুখের সুপারহিট ছবি

ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে একযোগে দেখানো হবে শাহরুখ খানের সুপারহিট ও আইকনিক ছবিগুলো। এর ফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা আবারও বড় পর্দায় তাঁর পুরনো জনপ্রিয় ছবি দেখার সুযোগ পাবেন।

এই বিশেষ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে—'কাভি হাঁ কাভি না', 'দিল সে', 'ম্যায় হু না', 'দেবদাস', 'ওম শান্তি ওম' এবং 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো কালজয়ী সিনেমাগুলো।

ক্যারিয়ারের সেরা বছর শাহরুখের

চলতি বছরটি কাজের দিক থেকে শাহরুখের জন্য অত্যন্ত সাফল্যের বছর। একের পর এক প্রাপ্তি যোগ হচ্ছে তাঁর ঝুলিতে। এর মধ্যে অন্যতম হলো, তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছরই তিনি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া, মেয়ে সুহানা খানও তাঁর নতুন ছবি 'কিং'-এ অভিনয় করছেন। সব মিলিয়ে তাঁর এবারের জন্মদিনটিও হতে চলেছে সম্পূর্ণ চলচ্চিত্রময়।

See More

Latest Photos